শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

কুষ্টিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় ভ্যান যাত্রী নিহত, আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

কুষ্টিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় ভ্যান যাত্রী নিহত, আহত ৩
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় একজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এতে ভ্যানচালক ও আরও দুই যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তারা তিনজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে। সে পড়াশোনার পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতেন।

আহতরা হলেন- একই এলাকার লাটা মোল্লার ছেলে আসলাম আলী। তার দুই পা ভেঙে গেছে৷ বিল্লাল আলীর মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। বিল্লাল ও আসলাম ভ্যান যাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক মিরাজুল। মিরাজুল একই এলাকার তাহেরি আলীর ছেলে। সে মাথায়, বুকে গুরুতর আঘাত পেয়েছে ও ডান হাত ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে ভ্যানে করে কুষ্টিয়া যাচ্ছিলেন তারা। এ সময় পথিমধ্যে সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় পিছন থেকে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ভ্যান যাত্রী রাজু আহমেদ। গুরুতর আহত হয়েছেন আসলাম, বিল্লাল ও মিরাজুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা ও আহত নিহতদের স্বজনরা। পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

কয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিব বলেন, ‘এই সড়ক খুবই অনিরাপদ। বেপরোয়া ড্রাম ট্রাক ও অবৈধ যানবাহনের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এতে আহত নিহত হন অনেকেই। বালু বাহী ড্রাম ট্রাক সবচেয়ে বেশি বেপরোয়া। এসব যানবাহন সড়ক আইন মানে না। প্রশাসন ও সংশ্লিষ্টরা এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। বালুবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। তাদের গাফিলতির কারনে মাঝেমধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে। অবৈধ যানবাহন ও ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি।’

চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটা ড্রাম ট্রাক চাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সড়ক থেকে নদীতে বালু আনার জন্য যাচ্ছিল ড্রাম ট্রাক। এ সময় পেছন থেকে ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।



banner close
banner close