শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

এইচএমপিভি প্রতিরোধে দর্শনা ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের সতর্কতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১২:৫৬

আপডেট: ১১ জানুয়ারি, ২০২৫ ১৩:০৪

শেয়ার

এইচএমপিভি প্রতিরোধে দর্শনা ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের সতর্কতা
ছবি: বাংলা এডিশন

করোনা ও এমপক্সের পর এবার নতুন এইচএমপিভি (হিউম্যান মেটো নিউমো ভাইরাস) সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা শামীম খান বাংলা এডিশনকে বলেন, ‘এইচএমপিভি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিভাগের একটি চিঠি আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘এইচএমপিভি ভাইরাসটি প্রতিবেশি দেশ ভারতে দেখা দিয়েছে। এর হাত থেকে সুরক্ষা পেতে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেয়া হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের।’

তিনি আরও বলেন, ‘সতর্কতা বজায় রাখতে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সর্দি, কাশি ও জ্বর আছে কিনা তা চেক করা হচ্ছে। একইসাথে মাস্ক পরা ও নিরাপদ দূরত্বে অবস্থান নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।’

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা জানান, এইচএমপিভি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিভাগের একটি নির্দেশনা আমরা পেয়েছি। তাতে ৭ টি নির্দেশনা দেয়া আছে। দর্শনা চেকপোস্টে আমাদের মেডিকেল টিম সর্তক আছে।’

২০০১ সালে নেদারল্যান্ডসে এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল। এই ভাইরাস দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংক্রমণের মাধ্যমে ছড়ায়। এছাড়াও সংক্রমিত স্থান স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

সম্প্রতি এটি পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে।



banner close
banner close