শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

নিজঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক 

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

নিজঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক 
মরদেহ উদ্ধার। বাংলা এডিশন

নেত্রকোনার পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাবেক কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের (৭১) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দিলিপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেয়া দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগীতায় তালা ভেঙ্গে ঘরে গিয়ে খাটের নীচে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন।

বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও স্থানীয় এলাকবাসী হাসিপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাজার এলাকায় নিজ বসত ঘরে একাই রাত্রি যাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক দিলীপ কুমার রায়। শুক্রবার সকালে স্বজনরা ডাকাডাকি করার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করেই রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসমিয়া হোসেন অনন্যা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, আবু আব্বাস কলেজের অধ্যাপক দিলীপ কুমার রায় গত রাত থেকে সকালের মধ্যে যে কোন সময় তাকে খুন করা হয়েছে। তিনি বাসায় একা থাকতেন। তার স্ত্রী সকালে এসে বাসায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় আনা হবে।



banner close
banner close