হিউম্যান মেটোপনিউমো (এইচএমপি) ভাইরাসের সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে।
ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ভাইরাসের হাত থেকে সুরক্ষা পেতে বৃহস্পতিবার ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেয়া হয়েছে।
২০০১ সালে নেদারল্যান্ডসে এইচএমপি প্রথম শনাক্ত হয়েছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ে। পরে সেটি জাপান, মালয়েশিয়া, হংকং-এ ধরা পড়ে। সম্প্রতি এর সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও।
ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করছে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ‘ভাইরাস সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা করছেন ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ।’
উল্লেখ্য, এর আগে মাঙ্কিপক্স, ওমিক্রন, করোনা, নিপা ও জিকা ভাইরাস রোধেও বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি হয়েছিল।
আরও পড়ুন:








