
ছবি: বাংলা এডিশন
ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি আভিযানিক দল।
এসব অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ঐ শিক্ষককে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
ভোলা সদরের মাষ্টার কলোনী এলাকায় আটক শিক্ষকের বাসা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গোলা ও ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড।
আটক স্কুল শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কোস্ট গার্ড।
আরও পড়ুন: