
সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধনের সময় মঞ্চে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে দেখা গেছে। মঙ্গলবার বিকেলে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় অফিস উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম। এই অনুষ্ঠানে একই মঞ্চে উধুনিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারকে দেখা গেছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উধুনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের ছেলে নাজমুল হোসেন একই ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক পদ পেয়েছেন। অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামিলীগ নেতা আব্দুস সাত্তার এর ছেলে নাজমুল হোসেন পতিত সরকারের সময়ে যুবলীগের নেতাকর্মীদের সাথে দলীয় কর্মকান্ড সাথে জড়িত ছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী শফিকুল ইসলাম শফির পক্ষে বিভিন্ন নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন। নাজমুল হোসেন ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার মুরাল এর সাথে ছবি উঠে তার ফেজবুকে লেখেন ‘আজ থেকে শত বছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশকে স্বাধীন করার। শুধু স্বাধীন করেননি, তার স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস দেখিয়েছেন।’
যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নাজমুল কিভাবে ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক পদ পেয়েছেন এটি নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মাঝে। ৫ আগষ্ট প্রেক্ষাপট পরিবর্তন পর নাজমুল হোসেন জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি জানান, ‘দলীয় অফিস উদ্বোধনের সময় উচ্ছুক জনতার ভিড়ে কে এসেছে আমরা বুঝতে পারেনি। তবে আমরা কোনো আওয়ামীলীগের নেতা-কর্মীদের আশ্রয় দিবো না।’
আরও পড়ুন: