শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মানিকগঞ্জের সিঙ্গাইরে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ১৩:২০

শেয়ার

মানিকগঞ্জের সিঙ্গাইরে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে সুমাইয়া নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত সুমাইয়া উপজেলার গোবিন্ধল গ্রামের ফরমান আলীর মেয়ে এবং কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী।

মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সিফাত পলাতক রয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই সুমাইয়ার স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহের জের ধরেই সুমাইয়া বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে হত্যা করে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। তবে পুলিশের পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন মরদেহ নিচে নামিয়ে ফেলেন বলে জানা যায়।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

banner close
banner close