শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫ ২০:০১

শেয়ার

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত। ছবি: বাংলা এডিশন

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

banner close
banner close