
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার কাজল (২৩), একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢেমুশিয়া পাড়ার শাহজাহান (২৮) ও ৩নং ওয়ার্ডের টুটিয়াখালী পাড়ার বশির (৪৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাতে সিএনজি যোগে চট্টগ্রাম থেকে সড়ক পথে মহেশখালী নিজের বাড়িতে আসছিলো এক কিশোরী। সিএনজিটি বদরখালী ব্রীজের কাছে আসলে সিএনজি চালক গাড়ি নষ্ট হয়েছে বলে ওই কিশোরীকে নামিয়ে দেয়। এসময় একদল বখাটে যুবক এসে ওই কিশোরীকে জোর করে ব্রীজের নিচে প্যারাবনে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পরে পুলিশ গিয়ে ওই কিশোরীকে বেসরকারি হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টর্প ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকটিমকে ধৃতদের মুখোমুখি করা হলে ঘটনার সাথে প্রকৃত জড়িতদের সনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অন্যান্য আসামীরা পুলিশের নজরদারির মধ্যে আছে। আশাকরি তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: