শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

আন্দোলকারীদের হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫ ১৫:১০

শেয়ার

আন্দোলকারীদের হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলকারীদের বিজয় মিছিলে হামলা ও হত্যা চেষ্টা মামলায় কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের প্রয়াত সাদেক আলীর ছেলে তিনি। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল করছিলেন আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় এলঙ্গী এলাকায় আন্দোলকারীদের হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ হামলা ও মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত ২৪ আগস্ট আহত আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আন্দোলকারীদের বিজয় মিছিলে হামলা করে হত্যা চেষ্টা মামলায় কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার সন্দেহভাজন আসামি।’

মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকাজ করছে বলেও জানান সোলাইমান শেখ।

banner close
banner close