
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলালের দায়ের করা রাজনৈতিক মামলার আটককৃত আসামী নিত্য সরকার (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গালা ইউনিয়নের কালই ঋষিপাড়া এলাকার জগদীশ সরকারের ছেলে। নিত্য সরকার পেশায় একজন দিনমজুর কাঠমিস্ত্রি এবং কালই ঋষিপাড়া দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক। তিনি তিন কন্যা সন্তানের জনক।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেল সুপার মোহাম্মদ হুমায়ূন কবির খান।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসনামলে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর হামলা চালানোর ঘটনায় গত ২৯ অক্টোবর মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন দুলাল। মামলায় অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়।
এ মামলায় গত ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে মামলার বাদি বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল নিত্য সরকারের বাড়িতে পুলিশ নিয়ে তাকে টেনেহিঁচড়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে ভুক্তভোগি পরিবারের অভিযোগ। পরের দিন সকালে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনায় সংসারের একমাত্র উপার্জনক্ষম জেল হাজতে থাকায় কন্যা সন্তান নিয়ে বিপাকে পড়েন তিন সন্তানের জননী স্ত্রী অলকা সরকার।
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশেই আমার স্বামীকে মিথ্যা মামলায় আসামী করা হয় এবং মামলা দিয়ে ওই দিনই মধ্যরাতে আমার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস জানান, নিত্য সরকার আমার ইউনিয়নের বাসিন্দা। সে জেল হাজতে আটক থাকা অবস্থায় গতকাল রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমার জানা মতে নিত্য সরকার একজন নিরীহ, অসহায় কাঠমিস্ত্রী হিসেবে দিন মজুরের কাজ করতেন। সে রাজনৈতিকভাবে সক্রিয় ছিল না। কেন তাকে আসামী করা হলো তা আমি জানিনা। তবে তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।
এ বিষয়ে মানিকগঞ্জ জেল সুপার মোহাম্মদ হুমায়ূন কবির খান জানান, নিত্য সরকার অ্যানিমিয়া রোগে আক্রাম্ত ছিলেন। তার চিকিৎসার জন্য আমরা ৩১ ডিসেম্বর ঢাকায় পাঠিয়ছিলাম। গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: