শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

শেরপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫ ১২:২২

শেয়ার

শেরপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরী গ্রেফতার
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন হলো সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকীপার রবিন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুরালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেলো বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।

এছাড়াও গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার শ্বশুরালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, ‘শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।’

banner close
banner close