
বরাবরের মতো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আবিষ্কার। অসহায় মানুষদের একটু উষ্ণতা পৌঁছে দেয়ার জন্য বরিশাল নগরীর বিভিন্ন স্পট ঘুরে গভীর রাতে কম্বল বিতরণ করেয়েছে আবিষ্কারের সংগঠক কর্মীরা।
শুক্রবার নগরীর আমতলার মোড়ে আনুষ্ঠানিকভাবে আবিষ্কার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক রীতা জেসমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেল, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ হোসেন, এ্যাডভোকেট আমিরুল ইসলাম খান মঞ্জু, এম এইচ ওসমান গনি উজ্জ্বল, আাসাদুর রহমান ফরিদ, সাইদুর রহমান পান্থ, জহিরউদ্দিন মোহাম্মদ রোমেল, মো. হুমায়ন কবির প্রমূখ।
আরও পড়ুন: