শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫ ০৯:৪৬

শেয়ার

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

পদ্মায় ঘন কুয়াশার কারণে পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবারো শুরু হয়েছে।

অপরদিকে সোয়া ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার ডিজিএম নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট এই দুটি নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিজিএম নাসির হোসেন।

banner close
banner close