শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ব্যুরোর শীতবস্ত্র বিতরণ  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১২:৩৩

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ব্যুরোর শীতবস্ত্র বিতরণ  
শীতবস্ত্র বিতরণ। বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে রহনপুরে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বুরো বাংলাদেশ এনজিও।

বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের  অধ্যক্ষ  দেলোয়ার হোসেন রনি, বুরো বাংলাদেশ রহনপুরের এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন ।

বুরো বাংলাদেশ রহনপুর এলাকা ব্যবস্থাপক  ছানোয়ার হোসেন বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে  এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

banner close
banner close