শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১১:২৭

শেয়ার

বেশি দামে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অভিযান
দুদকের অভিযান। ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

গত ৩১ ডিসেম্বর ' সারের কৃত্রিম সংকট দেখিয়ে পকেট কাটা হচ্ছে ' শিরোনামে প্রতিবেদন প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন।

দুদক কমিশন ঢাকার নির্দেশে ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ২ জানুয়ারি সারাদিনব্যাপী চুয়াডাঙ্গায় এ অভিযান পরিচালিত হয়।

দিনব্যাপী চলা এ অভিযানে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগকে বিভিন্ন অনিয়ম ও সমস্যা সমাধানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং সারের সংকট তৈরিতে জড়িত সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সারাদিনব্যাপী সার ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের টিম তদারকি চালিয়েছে এবং ন্যায্য মূল্যে সার বিক্রির জন্য আহ্বান জানিয়েছে। এ সময় দুদক কয়েকটি প্রতিষ্ঠানে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাই, সেকল প্রতিষ্ঠানের বিষয়ে কৃষি বিভাগকে অবগত করে দুদক।

দুদকের এই অভিযানের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গায় কৃষি বিভাগ কর্তৃক বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে কৃষি বিভাগের পক্ষ থেকে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

এছাড়া, দুদক চুয়াডাঙ্গার বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) গোডাউনও পরিদর্শন করেছে,পরিদর্শনকালে, বিএডিসির সার গোডাউনের পরিচালক শংকর কুমার জানিয়েছেন, সারের কোনো সংকট নেই। তবে, কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, সরকারি পরিদর্শক কাউসার আহমেদ, এবং কনস্টেবল মোঃ কামরুজ্জামান, দ্যা ডেইলি পোষ্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক প্রমুখ, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

এদিকে চুয়াডাঙ্গার দর্শনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ এবং ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।

অভিযানের সময় দর্শনা বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক মো. আমিরুল ইসলামের গুদামে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে মজুদকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়।

মোবাইল কোর্ট সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ধারা ১৬(১) লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ীকে ধারা ১৬(৩) অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

 

banner close
banner close