
ভোলার ইলিশা ফাঁড়ি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাটে লক্ষীপুর থেকে আসা হৃদয় (২৫) যুবককে সন্দেহ জনক পায়চারি করতে দেখে পুলিশ গোপনে অনুসন্ধান করলে তার বহনকারী ব্যাগ তল্লাশি করে দশটি বিষ্কুট রংয়ের গাঁজার প্যাকেট বেরিয়ে আসে।
পরে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে এসে প্যাকেট গুলো প্রাথমিক যাচাই-বাছাই করে দেখা যায় সমগ্র প্যাকেটে প্রায় দশ কেজি গাঁজা রয়েছে। উদ্ধারকৃত প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ১০ কেজি গাঁজা রয়েছে বলে ধারণা করেন উদ্ধারকারী কর্মকর্তা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তালিবুল ইসলাম।
তিনি আরো বলেন লক্ষীপুর থেকে আসা একজন যাত্রীর সন্দেহ জনক বিচরণকে লক্ষ্য করে বিশেষ কোন এক ব্যাক্তি আমাদের অবহিত করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত ব্যাক্তি হৃদয় কে দশ কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হন আমাদের আভিযানিক টিম।আটকৃত যুবক বরিশাল সদর উপজেলার বাসিন্দা।
আটক হৃদয়ের সাথে জড়িত মাদক কারবারিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ।
আরও পড়ুন: