শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

চকরিয়ায় চলছে পুলিশের সাঁড়াশি অভিযান : তিন মাসে ৪৭৮ জন গ্রেফতার

বলরাম দাশ অনুপম,কক্সবাজার 

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১৬:৫২

শেয়ার

চকরিয়ায় চলছে পুলিশের সাঁড়াশি অভিযান : তিন মাসে ৪৭৮ জন গ্রেফতার
চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন কৌশলী পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন কক্সবাজারের চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মঞ্জুর কাদের ভূঁইয়া।

৫ আগস্ট পরবর্তী পুলিশ নিয়ে সাধারণ মানুষের মাঝে যে ধারণা ছিল তা অনেকটা পুলিশ যে জনগণের বন্ধু তার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। দেশে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনায় পুলিশের নেতিবাচক দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, মানবিক, সৎচরিত্রে দৃঢ়তা ও সততায় শতভাগ পেশাদারিত্বে থানার কার্যক্রম সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে তিনি সবার কাছে সমাদৃত।

চকরিয়া থানা সুত্রে জানা য়ায়, ৩মাসে ৪৭৮জনকে বিভিন্ন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের পেশাদার ডাকাত ২২জন, মলম পার্টি ৩, মাদক ব্যবসায়ী ১৪, নিয়মিত মামলায় গ্রেফতার-১৭১, সাজা প্রাপ্ত আসামী ২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৯১ জন। আলোচিত সেনা কর্মকর্তার হত্যা মামলায় ১২জন ডাকাত, ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায় ২ জন, কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলায় ১জন গ্রেফতার খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলায় ৩ জন গ্রেপ্তার করেন। এসময় বিভিন্ন আগ্নেয়াঅস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ৫টি এলজি ১৭ রাউন্ড গুলি ও ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২ টি টমটমের ব্যাটারী।

৪হাজার ৩শ ৯৫ পিচ ইয়াবা, গাঁজা- ৪৩ কেজি ৬শ ৫০ গ্রাম, ২৭ লিটার চোলাই মদ। ১জন গরু চোর সহ ১ টি গরু উদ্ধার, ৮ টি ছাগল উদ্ধার করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি গ্রামে ছুটে চলেছেন পুলিশ সদস্যরা। প্রতিটি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সচেতন করেছেন। এছাড়াও যে কোন অভিযোগ নিয়ে থানায় গেলে তাৎক্ষণিক আইনের সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করে দেন ওসি। এমনকি তাঁর কক্ষে প্রবেশে আলাদা অনুমতি নিতে হয় না সেবা প্রার্থীদের। মানবিক দায়িত্বশীল ওসির বিরামহীন সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সেবা নিতে আসা ভুক্তভোগিরা।

সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শুনছেন ওসি। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তুষ্ট সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চকরিয়া উপজেলা জুড়ে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া ২০সেপ্টেম্বর ২৪সালে  চকরিয়া থানায় যোগদান পর থেকেই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে জনগণের ভরসাস্থল করেছেন। জনগণ আর নিজের মধ্যে দূরত্ব না রেখে নিজেকে উপস্থাপন করেছেন অতি সাধারণ একজন পুলিশ সদস্য হিসেবে।

সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না। সাধারণ ডায়েরি লেখার জন্য রাখা হয়েছে। একজন পুলিশ সদস্য রাইটারকে।

এছাড়াও সেবাপ্রত্যাশীদের কাজ করে দিবে বলে এবং সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে টাকা আদায় চেষ্টা করলে তাকে ধরিয়ে দিতে থানার দেয়ালেই ব্যানার টাঙ্গিয়ে দেন ওসি।

এক সেবা প্রার্থী বলেন, একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো। ওসি  যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।

এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঞ্জুর কাদের ভূইয়া বলেন, পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি।

banner close
banner close