শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

আসন কমিয়ে আনায় ভৌগলিকভাবে মানিকগঞ্জবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়: রিতা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১৪:৪৫

শেয়ার

আসন কমিয়ে আনায় ভৌগলিকভাবে মানিকগঞ্জবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়: রিতা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, "মানিকগঞ্জ জেলার একটি আসন কমিয়ে আনায় ভৌগলিকভাবে মানিকগঞ্জবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০০৮ সালের নির্বাচনে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই বিএনপির ঘাঁটিখ্যাত মানিকগঞ্জকে চারটি আসন থেকে কমিয়ে তিনটি আসনে পরিণত করা হয়। যা আমাদের দলের পক্ষ থেকে বার বার প্রতিবাদ ও অভিযোগ করার পরেও তৎকালীন নির্বাচন কমিশন বিষয়টি কোনো আমলেই নেয়নি।"
এক সাক্ষাৎকারে আফরোজা খান রিতা এসব কথা বলেন।

তিনি বলেন, "দেশের স্বাধীনতা উত্তরোত্তর ১৯৭২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এ জেলায় ৪টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২০০৮ সালে সেনা শাসনামলে মঈন উদ্দীন - ফখরুদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দূর্গ্যখ্যাত সারাদেশের আসনগুলোকে ভেঙে নতুন করে সীমানা নির্ধারণ করেন তৎকালীন নির্বাচন কমিশন এটিএম শামসুল হুদা। এতে মানিকগঞ্জের চারটি আসনকে ভেঙে তিনটি আসনে রূপান্তরিত করা হয়। ওই সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই তৎকালীন মঈন উদ্দীন - ফকরুদ্দিন সরকারের নির্বাচন কমিশন বিএনপির ভোটের দূর্গ্যে ভাগ বসাতেই আসন সংখ্যা কমিয়ে নতুন করে সীমামা নির্ধারণ করা করেছিল।

রিতা আরও বলেন, "মানিকগঞ্জের আগের সীমানা ফিরে পেতে ছাত্র- জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন বরাবর আবারও বেশ কয়েকটি আবেদন করা হয়েছে। মানিকগঞ্জের আপমর জনগণের চাওয়া, আগামী সংসদ নির্বাচনের আগেই আসন পুনঃবিন্যাসের মধ্য দিয়ে আবারও মানিকগঞ্জে সংসদীয় চারটি আসন ফিরিয়ে আনা হোক।"

উল্লেখ্য, ২০০৮ সালের আগে হরিরামপুরের সাথে শিবালয় উপজেলা যুক্ত হয়ে মানিকগঞ্জ-২ আসন ছিল। কিন্তু ২০০৮ সালে এই আসনটি থেকে শিবালয় উপজেলাকে ঘিওর- দৌলতপুরের সাথে যুক্ত করে এবং হরিরামপুরকে সিংগাইরের সাথে যুক্ত করে দেয়ার মধ্য দিয়ে এ জেলার একটি আসন কমিয়ে আনা হয়। এতে করে শিবালয়- ঘিওর- দৌলতপুর তিন উপজেলা নিয়ে গঠিত হয় মানিকগঞ্জ-১ আসনটি। অপর দিকে মানিকগঞ্জ-৪ আসনের সাথে হরিরামপুর যুক্ত করে গঠন করা হয় মানিকগঞ্জ-২ আসন।

 

 

 

banner close
banner close