
চুয়াডাঙ্গায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেষে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রুপে ফিরবে’। ঘটনাটি ঘটেছে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার বিকেলে বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইন বোর্ডে হঠাৎ করেই ভেষে ওঠে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরার বার্তা। ডিজিটাল বোর্ডে দীর্ঘ সময় ধরে প্রচার হতে থাকা বার্তাটি হঠাৎই সাধারণ মানুষের চোখে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফিরে আসার বার্তায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। একই সাথে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় নানা মহলে।
এমন খবর ছড়িয়ে পড়লে তাতক্ষনিক ঘটিনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের আল আমিন, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার এবং জীবন নগর থানার ওসি মামুন হোসেন।
এ প্রসঙ্গে জীবননগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাকির আহমেদ শামিম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। এসব প্রচার করে দেশে বিশৃঙ্খলা কিরার চেষ্টা করছে। তারা যতই প্রচার করুক আওয়ামী লীগ ফিরবে, কিন্তু ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ ফ্যাসিস্টদের আর ফিরতে দেবে না।’
আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান জানান, ‘বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বাংলা এডিশনকে জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তদন্ত কমিটির সদস্যরা।’
বিদ্যালয় সংশ্লিষ্ট কেও এটি করেছেন নাকি হ্যাকাররা এটি করেছেন তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন।
আরও পড়ুন: