শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১০:২৮

আপডেট: ২ জানুয়ারি, ২০২৫ ১০:৩৪

শেয়ার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরজ করছে চুয়াডাঙ্গায়। একইসাথে টানা ১৭ দিন বিরতির পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে ফের মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমের দ্বিতীয় মৃদু শৈতপ্রবাহ এটি।

বৃহস্পতিবার সকাল ৬টায় ও ৯টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত ১৫ ডিসেম্বর সকাল ৬টায় ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ও ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে টানা ১৭ দিন পর ফের মৃদু শৈতপ্রবাহের কবলে পড়ল চুয়াডাঙ্গা।

এদিকে আজ সকালে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। সেই সাথে উত্তরের ঢল থেকে নেমেছে কনকনে ঠাণ্ডা বাতাস। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন।

সড়ক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কমেছে। মানুষের চলাচল তুলনামূলক কম। তবে তীব্র শীত উপেক্ষা করে পেটের দায়ে কাজে বেরিয়েছেন দিন মজুরেরা।

 

banner close
banner close