
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩ হাজার ৯'শ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২৮) ও জাবের প্রকাশ রানা (২৬) নামের দুজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার মূল্য প্রায় ১১ লক্ষ ৭০ হাজার টাকা। এসময় তাদের কাছে মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
এরআগে, সোমবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আরিফুল কক্সবাজার পৌঁরসভার পেশকারপাড়া এলাকার মৃত মোহাম্মদ শাহজাহানের পূত্র ও জাবের প্রকাশ রানা কক্সবাজার জেলার ঈদগাঁও থানার গোনাপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদ-এর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনার সময় গাড়ীর গতিবেগ সন্দেহ হলে, সিগনাল দিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর বিশেষ স্থানে ৩ হাজার ৯'শ পিস ইয়াবা পাওয়া যায়। জড়িতদের আটক করা হয়।
ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে। তাদেরকে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: