বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে নতুন বই পাওয়ার অনিশ্চয়তায় ৪র্থ ও ৫ম শ্রেণী শিক্ষার্থীরা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৬:০৭

শেয়ার

মিরসরাইয়ে নতুন বই পাওয়ার অনিশ্চয়তায় ৪র্থ ও ৫ম শ্রেণী শিক্ষার্থীরা
বই উৎসব। ছবি: সংগৃহীত

দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সালে। বিগত দু-তিন বছরের ন্যায় এবছরও শিক্ষাবর্ষের শুরুতে ১লা জানুয়ারি উৎসব করে নতুন বই পাওয়ার এখনও অনিশ্চয়তা আছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা। তাই নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ শুঁকার আনন্দ হয়তো তাদের হচ্ছে না। তবে ১ম, ২য় ও ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা পুরো সেট বই পাচ্ছে। ইতিমধ্যে স্বস্ব বিদ্যালয়ের বইগুলো বিতরণ চলছে।

উপজেলার প্রাথামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক ৪র্থ শ্রেণীর বইয়ের চাহিদা মোট ৬ হাজার ৮'শত ৫০ সেট ও ৫ম শ্রেণীতে চাহিদা ৭ হাজার ২'শত ৫০ সেট। এছাড়া ১ম শ্রেণীতে মোট চাহিদা ৫ হাজার ৭'শ ১০ সেট, ২য় শ্রেণীতে ৬ হাজার ১'শ সেট এবং ৩য় শ্রেণীতে ৬ হাজার ২'শ ২০ সেট। যার পুরো সেট বিদ্যালয়গুলোতে পৌঁছানোর কার্যক্রম চলছে।

উপজেলার হাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাহার বলেন, আমাদের শিক্ষকরা বইয়ের জন্য উপজেলায় গিয়েছেন। তবে যতটুকু জেনেছি ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত সব বইগুলো দিবে। ৪র্থ ও ৫ম শ্রেণীর বইয়ের বিষয়ে এখনও নিশ্চিত বলতে পারছি না। যদি বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই না পায় তাহলে তাদের নতুন বইয়ের উৎসবের যে আনন্দ সেটি থেকে তারা বঞ্চিত হবে।

আবুতাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বই এখনও হাতে পাইনি। যদি ৪র্থ ও ৫ম শ্রেণীর বই না পায় সেক্ষেত্রে বছরের শুরুতে শিক্ষার্থীদের একটু মন খারাপ হবে। তবে বই পাওয়া অবধি আমাদের ক্লাস কার্যক্রম পূর্বের বইগুলো দিয়ে চালু থাকবে।

উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক জানান, এখনও পর্যন্ত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইগুলো এসে পৌঁছায় নি। আজকে আসবে কিনা সেটার নিশ্চিয়তা নাই। যদি আসে তাহলে আমাদের জেলা থেকে জানানো হবে। আর এখন না আসলেও আশাকরি বছরের প্রথম সাপ্তাহের যেকোন দিন চলে আসবে। এরপর আমরা স্ব স্ব বিদ্যালয় গুলোতে বই প্রেরণ করতে পারবো। তিনি আরও জানান, কি কারণে এখনও আসেনি সেটা জানা নেই।



আরও পড়ুন:

banner close
banner close