বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮

আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৮

শেয়ার

হবিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ গ্রুপের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার বেলা ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

স্থানীয়রা জানান, আকিজ কোম্পানির ভেতরে হঠাৎ প্রচন্ড শব্দ শুনে মানুষ ছুটাছুটি শুরু করে। সকাল ৯টার দিকে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রকৌশলীসহ দুইজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।' এ ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা গেছেন।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।’



আরও পড়ুন:

banner close
banner close