বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উরশকে কেন্দ্র করে জুয়ার আসর, অভিযানে গ্রেফতার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উরশকে কেন্দ্র করে জুয়ার আসর, অভিযানে গ্রেফতার ২
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে মাজারের উরশকে কেন্দ্র করে জুয়ার আসর বসানোর অপরাধে দুইজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৯ টায় শাহবাজপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় চলা একটি উরশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।

এছাড়াও অভিযানে সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়া এলাকার আজদু মিয়ার ছেলে ধনু মিয়া এবং একই এলাকার রমজান মিয়ার ছেলে সাদ্দাম মিয়া।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, ‘উরশকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল মানুষ জুয়ার আসর বসিয়ে ও নানা অসামাজিক কার্যকলাপ ঘটিয়ে এলাকায় যেনো উপদ্রব ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছিল স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’



আরও পড়ুন:

banner close
banner close