শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবারো শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫২

শেয়ার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবারো শুরু
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবারো শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে নদীতে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬ টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ‘মঙ্গলবার ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল ফের শুরু করা হয় বলে জানান মো. সালাম।

 

banner close
banner close