
টাংগাইলের মির্জাপুর উপজেলায় শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ নারী সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উওর।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগপুর নামক স্হান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাম্মনবাড়িয়া নাসির নগরের সুরত মিয়া(৩৮), আসমা(৩০), তাসলিমা(৩২), আলেয়া(৩৭), সনিয়া(২১), রিপা(২৬), আকলিমা(৪০), সেলিনা (৩২), ময়মনসিংহের ফুলবাড়িয়ার সেলিম (৩৭), হবিগঞ্জের মাধবপুরের জুলেখা (৩১)।
শনিবার দুপুরে উওর ডিবির ওসি এবিএমএস দোহা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মির্জাপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা।
এর জন্য তারা মাথায় সিদুর, কপালে টিপ, হাতে শাখা পড়ে সোহাগপুর নামক এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদে ভিত্তিতে টাংগাইল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এই অভিযানটি পরিচালনা করি।
অভিযান থেকে ৮ নারী সদস্য সহ মোট ১০ ডাকাত ও একটি মাইক্রোবাস আটক করা হয়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বেশ ধারন করে ডাকাতি করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
এই ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহৃত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: