শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট: ভোগান্তিতে লাখো মানুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৭

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট: ভোগান্তিতে লাখো মানুষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটের কারণে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েছে উপজেলার লাখো মানুষ।

৫০ শয্যা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদে ২৫ জন থাকার কথা হলেও কর্মরত রয়েছেন ১২ জন। বাকি ১৩ পদ শূন্য রেখেই দীর্ঘদিন যাবত চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম। ফলে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত নানা রোগে আক্রান্ত রোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কট এখানকার অন্যতম সমস্যার একটি। ফলে দূর্ঘটনার শিকার রোগীদের চিকিৎসা নিতে যেতে হয় জেলা শহরে। বিপুল পরিমাণ অর্থে প্রাইভেট ক্লিনিকে করতে হচ্ছে অস্ত্রোপচার।

এছাড়াও সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), কনসালট্যান্ট (চক্ষু), কনসালট্যান্ট (নাক, কান ও গলা), কনসালট্যান্ট (শিশু), মেডিক্যাল অফিসার-এর মতো গুরুত্বপূর্ণ পদ গুলো রয়েছে শূন্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীর গড় সংখ্যা ৩০০-৪০০ জন। চিকিৎসক সঙ্কটের কারণে রোগীদের পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা।

চিকিৎসক সঙ্কট ছাড়াও এখানে নেই আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও।

চিকিৎসা নিতে সরাইল উপজেলা সদরের শরিফ মিয়া আক্ষেপ করে বলেন, ‘চিকিৎসক সঙ্কটের কারণে আমরা পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এখানে ডাক্তার দেখাতে এসে জানতে পারলাম নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক নেই, এখন বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে যাচ্ছি।’

এমন আরও নানা অভিযোগ শত শত রোগীর। রোগীদের আহাজারি ও আক্ষেপ দীর্ঘদিনের তবে আসছে না সুফল।

চিকিৎসক সঙ্কটের বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বলেন, ‘কর্তৃপক্ষকে লিখিতভাবে চিকিৎসক পদায়নের বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত শূন্য পদ গুলো পূরণ হবে।’  

 

banner close
banner close