বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে টায়ারের সমস্যায় বন্ধ এ্যাম্বুলেন্স, দুর্ভোগের শিকার রোগীরা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:২৭

শেয়ার

খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে টায়ারের সমস্যায় বন্ধ এ্যাম্বুলেন্স, দুর্ভোগের শিকার রোগীরা
ছবি: বাংলা এডিশন

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্স সেবা চলতি মাসের ১ তারিখ থেকে বন্ধ রয়েছে। যার কারণ হিসেবে রয়েছে এ্যাম্বুলেন্সের টায়ারের সমস্যা। সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ভ্যান ও ইজিবাইক। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের।

প্রায় ২ লক্ষাধিক মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসাস্থল এই ৫০ শয্যাবিশিষ্ট তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে এ্যাম্বুলেন্স মাত্র ১টি। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

সরেজমিনে দেখা যায়, এ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই রেখে দেয়া হয়েছে।

উপজেলার বাসিন্দা শফিকুর রহমান বলেন, ‘এক টায়ারের সমস্যায় এ্যাম্বুলেন্সটি মাসব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরে থাকার কথা নয়। এটা কর্তৃপক্ষের উদাসীনতা।’

এ্যাম্বুলেন্স চালক আব্দুল কুদ্দুস বলেন, ‘টায়ারের সমস্যার কারণে ডিসেম্বরের ১ তারিখ থেকে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। অতি দ্রুতই ঠিক হয়ে যাবে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মামুন বলেন, ‘টায়ারের সমস্যার কারণে আ্যাম্বুলেন্সটি বিকল হয়ে গেছে। দ্রুত এ্যাম্বুলেন্সটি সচল করতে কাজ চলছে।’



আরও পড়ুন:

banner close
banner close