
চাঁপাইনবাবগঞ্জ জেলার ফতেপুর সীমান্তে ১ হাজার ৩০০পিছ ভারতীয় ইয়াবা সহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
এ সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কাঁটাপাড়া গ্রামের মো: ইসমাইলের ছেলে মো: জিফরুল (৫০) এবং গমেরচর গ্রামের ওহাবের ছেলে মো: জাহাঙ্গীর (৪০)। তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৩০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। সর্বশেষ তথ্যানুযায়ী জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে।
আরও পড়ুন: