জব্দকৃত হেরোইন। ছবি: সংগৃহীত
টেকনাফে পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সকাল থেকে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুরে টেকনাফগামী পালকি পরিবহনের একটি বাস তল্লাশি করে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন:








