বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ২

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৪:২৭

শেয়ার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক-এর ‘বি’ ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন শিশু রয়েছে বলে খবর পাওয়া গেছে।’

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তারা সেখানে কাজ করছে বলেও জানান ওসি আরিফ।



আরও পড়ুন:

banner close
banner close