বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

২৪ ডিসেম্বর থেকে পদ্মাসেতু হয়ে নতুন রুটে ঢাকা-খুলনার ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি,খুলনা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৭

শেয়ার

২৪ ডিসেম্বর থেকে পদ্মাসেতু হয়ে নতুন রুটে ঢাকা-খুলনার ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর খুলনা-ঢাকা-খুলনা-বেনাপোল রূটে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হবে। মাত্র ৩ ঘন্টা ৪৫ মিনিটে এই ট্রেন খুলনা হতে ঢাকায় পৌছাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে আগামী ২৪ থেকে চালু হচ্ছে।

রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপদ ভ্রমণ ও যাত্রী চাহিদা পুরণের জন্য খুলনা-ঢাকা-বেনাপোল-ঢাকা-খুলনা রুটে নতুন ২ জোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।’

আগামী ২৪ ডিসেম্বর সকাল ৬ টায় খুলনা থেকে ছেড়ে যাবে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকায় পৌছাবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। রাত ৮ টায় ঢাকা থেকে ছেড়ে খুলনায় পৌছাবে রাত পৌনে ১২ টায়।

ট্রেনটি আসা যাওয়ায় উভয়পথে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।

এর আগে গত ২৪ নভেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল।

 

banner close
banner close