
কুষ্টিয়া সদর উপজেলায় ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের তালে তালে নেচে বিতর্ক সৃষ্টি করেছেন এক যুবতী ও যুবক। তার নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে নানা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর গ্রামে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালযয়ে এ ঘটনা ঘটেছে। হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদেশি গানের তালে তালে নাচা হয়েছে।
জানা গেছে, হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির এক পর্যায়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ওই অনুষ্ঠানে মঞ্চে উঠে হিন্দি গানের তালে তালে নাচেন এক যুবতী ও এক যুবক। তাদের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
২ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিজয় দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচছিলেন এক যুবতী। এমন সময় মঞ্চে উঠে তার সাথে নাচতে শুরু করেন এক যুবক।
এদিকে, বিদেশি গান বাজিয়ে যুবক-যুবতীর এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আয়োজক প্রতিষ্ঠানকে দায়ী করে নেতিবাচক মন্তব্য করতে থাকেন সচেতন মহলের মানুষ।
কুষ্টিয়ার সুধীমহলের মানুষ বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি গানের তালে তালে নাচার বিষয়টি খুবই দুঃখজনক।
দেশাত্মবোধক সঙ্গীতের তালে নাচা উচিৎ ছিল। বিদেশি গানের সাথে নাচার মানেটা অসম্মানজনক। এ ঘটনাটি খতিয়ে দেখা জরুরি।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক আব্দুর রহমান সাগর বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে বহিরাগত দুজন হিন্দি গানের তালে তালে নাচেন। বিকালের দিকে যখন এ ঘটনা ঘটেছে। তখন আমি অনুষ্ঠানস্থলে ছিলাম না। বিষয়টি ভুল হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, বিষয়টি জানতে পেরেছি। অনুষ্ঠানের আয়োজক ও স্কুলের প্রধান শিক্ষককে ডেকে তাদের সাথে এ বিষয়ে কথা বলবো।
আরও পড়ুন: