বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ভৈরবে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৫০

শেয়ার

ভৈরবে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন।

সোমবার সকালে কিশোরগঞ্জ-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি যাত্রী নিয়ে সেতুর উপর দাড়িয়ে ছিল, এ সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে সিএনজিটি সামনে থাকা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত হয়।

দূর্ঘটনার পর এ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

ভৈরব থানার ওসি মো. সাহিন বিষয়টি নিশ্চিত করেছেন ।



আরও পড়ুন:

banner close
banner close