বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

পুলিশ সদস্যকে মারধর করা সেই দুই নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ২০:২১

শেয়ার

পুলিশ সদস্যকে মারধর করা সেই দুই নারী গ্রেফতার
পুলিশকে মারধরের জেরে দুই নারী গ্রেফতার। ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে দুই নারী চড়থাপ্পড় মারেন পুলিশ সদস্যকে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।



আরও পড়ুন:

banner close
banner close