বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৪

শেয়ার

লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় 'শিক্ষা ও চাকরি' ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পেয়েছেন ডা: তাহমিনা সোলতানা ডেজি। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, ডা: তাহমিনা সোলতানা ডেজি করোনাকালীন সময় থেকে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়া নরমাল ডেলিভারির ক্ষেত্রে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। বর্তমানে তিনি উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের জীবন মুহুরি পাড়ার প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক চিকিৎসক আবুল কালাম ও শিক্ষিকা হাজেরা বেগমের মেয়ে।

ডা: তাহমিনা সোলতানা ডেজি বলেন, এ অর্জন অনেক আনন্দের ও গৌরবের। পুরুস্কারটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে; আমার ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেছে। তিনি আরও বলেন, আমি সবসময় চেষ্ঠা করি এলাকার মানুষকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করার জন্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মো. মুমিনুল হক, উপজেলা মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. দিদারুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ -সভাপতি পুষ্পেন চৌধুরী, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।



আরও পড়ুন:

banner close
banner close