বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

কক্সবাজার শহর ৫ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৯

শেয়ার

কক্সবাজার শহর ৫ ছিনতাইকারী আটক
গ্রেফতারকৃত ৫ ছিনতাইকারী। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি ও একটি টমটম অটোরিকশাসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), চকরিয়ার ঢেমুশিয়ার শহীদ হোসাইন (২৫) এবং মহেশখালীর কুতুবজোম চর পাড়ার মো. আব্দুর রহিম (১৬)।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত টমটম অটোরিকশাও জব্দ করা হয়।



আরও পড়ুন:

banner close
banner close