মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

হিলিতে কমতে শুরু করেছে আলু-পেঁয়াজের দাম

প্রতিনিধি,হিলি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৫৩

আপডেট: ২৯ নভেম্বর, ২০২৪ ১২:১০

শেয়ার

হিলিতে কমতে শুরু করেছে আলু-পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়াতে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলিতে আলু ও পেঁয়াজ কিনতে আসা আহনাফ আফিফ বলেন, ‘গতকাল বাজারে আসছিলাম আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল। আজ শুক্রবার হিলির খুচরা বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ভারতীয় আলু ৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে অন্যদিকে দেশি পেঁয়াজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। দাম এখনো আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে আছে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক।’

হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ‘ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে।’

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।



আরও পড়ুন:

banner close
banner close