মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

কুষ্টিয়ায় টিসিবি পণ্য কিনতে গিয়ে প্রাণ গেল ননদ ভাবির

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১৫:৫৩

শেয়ার

কুষ্টিয়ায় টিসিবি পণ্য কিনতে গিয়ে প্রাণ গেল ননদ ভাবির
নিহত দুই নারী। ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ায় মিরপুরে পিসিবি পণ্য কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ননদ-ভাবির নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন।

বুধবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। নিহত মরিয়ম নিহত ছবেলা খাতুনের ভাবি।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশানে যান। সেখান থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে মশান বাজারে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানকে ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে। ঘাতক ট্রলি জব্দ ও ট্রলির চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close