মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

রাজশাহীতে চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১৫:১৩

শেয়ার

রাজশাহীতে চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন
মানববন্ধন। ছবি বাংলা এডিশন

তথা কথিত বিডিআর বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞের পুনরায় বিচার ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআর সদস্যদরা।

আজ (বুধবার) সকাল ১১ টা নাগাদ নগরীর জিরো পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বিডিআর হত্যাকান্ডের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধানসহ সুশীল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়।

এ সময়ে অংশগ্রহণকারী চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোষ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচারসহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন বেড়াজালে দিন কাটাচ্ছে।

বক্তারা আরো বলেন, বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যাভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে হবে।



আরও পড়ুন:

banner close
banner close