মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

হবিগঞ্জে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ: গুড়িয়ে দিল প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৭:১৮

শেয়ার

হবিগঞ্জে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ: গুড়িয়ে দিল প্রশাসন
অবৈধ স্থাপনা উচ্ছেদে। ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিল একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন যাবত ওই মহলটি খাল ভরাট করে মার্কেট নির্মাণের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এবিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল পরিবেশবাদীসহ স্থানীয় সচেতন মহল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে শহরের বাইপাস সড়কের ঈদগাহ রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

এসময় এক্সেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় মার্কেটটি। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদ সরদার। জেলা প্রশাসনকে সহযোগীতা করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানার পুলিশ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমরা বিষয়টি অবগত হওয়ার পর নোটিশ দেয়া হয় মার্কেটটি অপসারণে জন্য। কিন্তু দখলকারীরা তা করেনি। তাই জেলা প্রশাসনের সহায়তায় অবশেষে মার্কেটটি গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ সরদার জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় স্থাপনাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। তাই সেটি এক্সেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close