শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

৩ কন্যার জনক নবী হোসেন বাঁচতে চান

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১২:২৬

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৪ ১৫:১৩

শেয়ার

৩ কন্যার জনক নবী হোসেন বাঁচতে চান
নবী হোসেন। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা ৩ কন্যার জনক দিনমজুর নবী হোসেন। যিনি গত কয়েক মাস আগেও মা বাবা স্ত্রী ও ৩ কন্যা সন্তানের ভরন পোষণের জন্য নিজ কর্ম করে যেতেন৷

কিন্ত কয়েক মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে রোগ নির্ণয় পরিক্ষা নিরিক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর সামন্য গয়নাটুকুও বিক্রি করে দিতে হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে দুটি ব্লক ধরা পড়েছে। যা দ্রুত জরুরী অপারেশন না করালে জীবন সংকটাপন্ন হতে পারে। অপারেশনে দরকার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা৷

নিরুপায় তিন কন্যা সন্তানের পিতাকে বাঁচাতে দেশে ও বিদেশে বসবাসরত সকল মানবিক মানুষের কাছে সাহায্য চেয়েছেন নবী হোসেনের আশিউর্ধ বাবা আবদুল শুক্কুর ও তার স্ত্রী। যে কোনো সহযোগিতা পাঠাতে পারেন 01644821311 (বিকাশ ও নগদ)



banner close
banner close