শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

পাবনার প্রবীণ সাংবাদিক আবু জাফর মঈন সিদ্দিকী আর নেই

প্রতিনিধি,পাবনা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৪:০৭

শেয়ার

পাবনার প্রবীণ সাংবাদিক আবু জাফর মঈন সিদ্দিকী আর নেই
আবু জাফর মঈন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।  

মৃত্যুকালে আবু জাফর মঈন সিদ্দিকী এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে তার যানাজা অনুষ্ঠিত হবে। এরপর পাবনার আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভাঙ্গুড়া প্রেস ক্লাব সভাপতি মাহবুব-উল-আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন সংগঠন আবু জাফর মঈন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

banner close
banner close