শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

চট্টগ্রামে শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম পার্ক ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১১:০৯

শেয়ার

চট্টগ্রামে শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম পার্ক ঘোষণা
ছবি : বাংলা এডিশন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে জাদুঘর সংলগ্ন শাহজাহান মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অর্থায়নে নির্মাণ করা চট্টগ্রাম শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করার ঘোষণা মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার পার্কটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, নগর উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নে ১২০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় প্রায় দুই একর জায়গায় ৩ কোটি ৬০ লাখ টাকায় পার্কটি নির্মাণ করে চসিক। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তখন পার্কটির নাম দেওয়া হয়     শেখ রাসেল শিশুপার্ক’। নাম পরিবর্তনের ফলে পার্কটির নাম হবে শহীদ ওয়াসিম পার্ক’।

মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, ৫ আগস্টের পর সেন্টিমেন্টের মুখে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। পরিদর্শনে গিয়ে সেটি খুলে দিতে নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে নামকরণ করেছি পার্কটির। তিনি বলেন, আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্কও পরিদর্শন করেছি। সেটাও বন্ধ রয়েছে। এ পার্কটিও খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। সেখানে পাশেই একটি খোলা মাঠে শিশু–কিশোরদের খেলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দিই।

তিনি বলেন, এ পার্ক সবার জন্য উন্মুক্ত করতে চাই। পার্কটি প্রায় সময় বন্ধ থাকে এবং ময়লা আবর্জনার জন্য লোকজন কম আসে এমন অভিযোগের প্রেক্ষিতে আমি পার্কটি পরিদর্শন করতে আসলাম। স্থানীয়দের সাথে কথা বলেও অভিযোগের সত্যতা পেয়েছি। পার্কটি এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং পরিষ্কার–পরিচ্ছন্ন থাকবে। পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা হবে। সবাই এখানে আসতে পারবে, হাঁটতে ঘুরতে পারবে।

 

 

banner close
banner close