শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

আত্মগোপনে থাকার ৬ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৪:৪৮

শেয়ার

আত্মগোপনে থাকার ৬ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
আত্মগোপনে থাকা এক স্কুলছাত্রী উদ্ধার। ছবি : বাংলা এডিশন

পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করে দীর্ঘ ৬ মাস আত্মগোপনে থাকা এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ। সোমবার সকালে জেলা শহরের হাসপাতাল পাড়ার একটি ভাড়াবাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা  দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম হোসেন।

তিনি জানান, দর্শনা থানার ডিহিকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার নবম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাজিম হোসেনের (২০) প্রেমের সম্পর্ক ছিলো। পরিবারের অমতে তারা দুজনেই মে মাসে পালিয়ে বিয়ে করে আত্মগোপনে ছিলো।

তারা গত ছয়মাসে ঢাকা, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ অবস্থান করে। সর্বশেষ তারা চুয়াডাঙ্গায় অবস্থান নেয়। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে মেয়েটিকে উদ্ধার করতে স্বক্ষম হই।

ফাহিম হোসেন আরও জানান, এর আগে এই ঘটনায় গত ১৯ মে মেয়ের বাবা দর্শনা থানায় একটি অপহরণ ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। সেই মামলায় জামিন পেতে গত রোববার আদালতে আত্মসমর্পণ করেন নাজিম। তবে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

তিনি আরও জানান, আমরা যে মেয়েটিকে উদ্ধার করেছি সে প্রেগন্যান্ট। আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করতে চাইলে সে যেতে রাজি হননি। ফলে তাকে সেইফ কাস্টডিতে রাখা হয়েছে।

banner close
banner close