শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি,নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১১:৫৮

শেয়ার

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
মেঘনা গ্রুপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় লাগা আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রাজন মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, ‘রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ।’

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের ২টি ইউনিটির চেষ্টায় সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

এ ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত জানা যায়নি বলেও জানান এই  কর্মকর্তা।’

banner close
banner close