শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

বাগেরহাটে ১৮০ মণ জাটকাসহ ১০ জেলে আটক

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪ ১৬:৪৮

আপডেট: ১৭ নভেম্বর, ২০২৪ ১৬:৪৯

শেয়ার

বাগেরহাটে ১৮০ মণ জাটকাসহ ১০ জেলে আটক
জাটকা ও কারেন্ট জাল আটক। ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লক্ষ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা।

রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় ট্রলার দুটি জব্দ করে কোস্ট গার্ডের সদস্যরা। এসময় ট্রলারে তল্লাশি করে ১৮০ মণ জাটকা ইলিশ ও ১২ লক্ষ মিটার কারেন্ট জাল পাওয়া যায়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জাটকা ইলিশগুলো স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। জাটকাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অস্বচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। ক্ষতিকর কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

banner close
banner close