মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪ ০৯:১৭

শেয়ার

চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ২০টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকানসহ আরও বেশ কয়েকটি দোকান।

আগুনে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

ফায়ার সার্ভিস জানায়, ‘সেখানে বেশকিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।’



banner close
banner close