বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় বিদেশী নাগরিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৩:১৪

শেয়ার

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় বিদেশী নাগরিক নিহত
নিহত অস্ট্রেলিয়ান নাগরিক। ছবি : বাংলা এডিশন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উত্তর নিদানিয়া এলাকায় বেলী শ্রিম্প হ্যাচারীর সামনে এক দূর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক ম্যাগরিন ড্যানিয়েল পল (৪৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ভাড়ায় চালিত একটি স্কুটি চালিয়ে কক্সবাজার ফেরার পথে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে ম্যাগরিন ড্যানিয়েল পল দুর্ঘটনায় পড়েন। স্থানীয়রা বিষয়টি জানালে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য তা উখিয়া থানায় পাঠানো হয়। তিনি জানান, দুর্ঘটনার শিকার স্কুটিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close